দুই পর্বের এই অনুষ্ঠানে মো. ফরিদ তালুকদার এর উপস্থাপনায় প্রবাসী মো. নজরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে, সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের সেক্রেটারি টিবলু বড়ুয়ার সভাপতিত্বে সকাল ১০ টা থেকে শুরু হয় প্রবাসী পরিবারের বাচ্চাদের নিয়ে গান, কবিতা, ছড়া, নাচ প্রতিযোগিতা। বাচ্চাদের আনন্দ মূখর পরিবেশে প্রবাসীদের পরিবার গুলোর মধ্যে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুর রহমান মেম্বার, প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন এর পিতা জনাব নুরুল হক সহ প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সোনারগাঁও এলাকাবাসী সহ প্রবাসী পরিবার গুলোর জন্য দুপুর খাবার আয়োজন সহ সবকিছু ছিল চোখে পড়ার মতো।
বিকাল ২.৩০ মিনিটে প্রবাসী মো. ফরিদুল আলম তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। মো. ফরিদুল রেজা সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মো. ইউনুচ, সাবেক ছাত্র নেতা নুরুল আলম, চন্দ্রঘোনা আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস উষা রানী বড়ুয়া, সোনার গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আলী আহমে, প্রকৌশলী মো বখতিয়ার হোসেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এডিশনাল পিপি এ্যাডভোকেট মো. জামাল উদ্দিন ও সিআইপি ইঞ্জিনিয়ার মো. মাহের।
দীর্ঘ তিন বছর যাবৎ জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক বলয়ের উর্ধ্বে উঠে সমাজের অসহায় মানুষের পাশে থেকে অল্প সময়ের মধ্যে যে সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে তাদের এমন সুন্দর আয়োজন সত্যি প্রশংসার দাবী করেন বক্তৃতারা।
সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের বিগত সময়ের সকল সামাজিক কার্যক্রমের প্রসংশা করেন বলেন, যে কাজটি সমাজের উচ্চবৃত্ত ও সমাজের জন প্রতিনিধির করার কথা ছিল - তা এখন প্রবাসী ভাইদের আন্তরিকতায় পূরণ হচ্ছে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা খরচ বহন, গরীবের বিয়েতে সহযোগিতা, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা, প্রবাসী ভাইদের মৃত্যুতে পারিবারকে সহযোগিতা সহ নানা কার্যক্রমের কথা তুলে ধরেন।
প্রবাসী ভাইদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ ও সম্বলিত পদক্ষেপের কথা তুলে ধরেন। দেশের সীমানা পার হয়ে প্রবাসী ভাইদের সন্তানরা আগামীতে জ্ঞান বিজ্ঞানে, কর্ম ক্ষেত্রে বিশ্ব জয় করুক এমন প্রত্যাশা সকলের।
অনুষ্ঠানে সভাপতি এই আয়োজনের জন্য সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মো. মমতাজ উদ্দিন সহ সকল প্রবাসী ভাইদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিয়ে আগামীতে শিক্ষা এবং সমাজিক কার্যক্রমে প্রবাসী ভাইদের আরো এগিয়ে আশার আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।
প্রবাস থেকে অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন, সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি খায়রুল এনাম সানি ও সহসভাপতি মো. গিয়াস উদ্দিন।